আজ আমরা দেখবো কিভাবে একটি পেনড্রাইভ (Pen-Drive) এর সাহায্যে কোন সফটওয়্যার বা ইউটিলিটি টুল ছাড়া কম্পিউটারে Windows দিতে হয়।
সময়ের বিবির্তনে অনেকের DVD-Driver নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ কম্পিউটার কেনার সময় DVD-Driver এর প্রয়োজনীয়তা কে তুচ্ছ করে দোকানেই ফেলে আসে।
আর যখন Windows এর ফাইল মিস হয় তখন বুঝা যায় DVD-Driver এর প্রয়োজনীয়তা।
পেনড্রাইভ (Pen-Drive) দিয়ে উইন্ডোজ দেওয়ার সুবিধাঃ
১। DVD-Driver এর খট-খট শব্দ থেকে পরিত্রান পাওয়া।
২। ৩ ভাগের ১ ভাগ সময়ে Windows দেওয়া।
কি কি লাগবেঃ
১। একটি পেনড্রাইভ(৮ জিবির উপরে হলে ভালো হয়)।
২। Windows Setup ফাইল।
চলুন শুরু করি কাজ:
এখন আপনার Pendrive টি আপনার PC তে সংযুক্ত করুন।
Start ম্যেনু থেকে cmd সার্চ দিয়ে cmd এর উপর মাউস পয়েন্টার নিয়ে ডান বাটনে ক্লিক করে “Run as administrator” এ ক্লিক করুন।
এখন Command Prompt এ হুবহু নিচের লিখা গুলো লিখি
Diskpart লিখে Enter চাপুন।
List disk লিখে Enter চাপুন।
Select disk 1 লিখে Enter চাপুন।
Clean লিখে Enter চাপুন।
Creat partition primary লিখে Enter চাপুন।
Select partition 1 লিখে Enter চাপুন।
Format fs = ntfs quick লিখে Enter চাপুন।
Active লিখে Enter চাপুন।
Exit লিখে Enter চাপুন।
এখন আপনার Hard Disk এ সংরক্ষন করা windows File আপনার Pendrive এ Send করুন। ফাইল গুলো সেন্ড হয়ে গেলে আপনার Computer টি Restart দিন। এখন দেখুন ম্যাজিক কোন সফটওয়্যার ছাড়া আপনি আপনার Pendrive টি Bootable Pendrive তৈরি করে ফেললেন।
নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।
©2017, Copyright Imran Hasan
সময়ের বিবির্তনে অনেকের DVD-Driver নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ কম্পিউটার কেনার সময় DVD-Driver এর প্রয়োজনীয়তা কে তুচ্ছ করে দোকানেই ফেলে আসে।
আর যখন Windows এর ফাইল মিস হয় তখন বুঝা যায় DVD-Driver এর প্রয়োজনীয়তা।
পেনড্রাইভ (Pen-Drive) দিয়ে উইন্ডোজ দেওয়ার সুবিধাঃ
১। DVD-Driver এর খট-খট শব্দ থেকে পরিত্রান পাওয়া।
২। ৩ ভাগের ১ ভাগ সময়ে Windows দেওয়া।
কি কি লাগবেঃ
১। একটি পেনড্রাইভ(৮ জিবির উপরে হলে ভালো হয়)।
২। Windows Setup ফাইল।
চলুন শুরু করি কাজ:
এখন আপনার Pendrive টি আপনার PC তে সংযুক্ত করুন।
Start ম্যেনু থেকে cmd সার্চ দিয়ে cmd এর উপর মাউস পয়েন্টার নিয়ে ডান বাটনে ক্লিক করে “Run as administrator” এ ক্লিক করুন।
এখন Command Prompt এ হুবহু নিচের লিখা গুলো লিখি
Diskpart লিখে Enter চাপুন।
List disk লিখে Enter চাপুন।
Select disk 1 লিখে Enter চাপুন।
Clean লিখে Enter চাপুন।
Creat partition primary লিখে Enter চাপুন।
Select partition 1 লিখে Enter চাপুন।
Format fs = ntfs quick লিখে Enter চাপুন।
Active লিখে Enter চাপুন।
Exit লিখে Enter চাপুন।
![]() |
Using Cmd For Creating Bootable pendrive |
এখন আপনার Hard Disk এ সংরক্ষন করা windows File আপনার Pendrive এ Send করুন। ফাইল গুলো সেন্ড হয়ে গেলে আপনার Computer টি Restart দিন। এখন দেখুন ম্যাজিক কোন সফটওয়্যার ছাড়া আপনি আপনার Pendrive টি Bootable Pendrive তৈরি করে ফেললেন।
নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।
©2017, Copyright Imran Hasan
thank you so much brother
ReplyDeletePost a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।