বাংলাদেশীদের জন্য Online-থেকে Money Withdraw করার সর্বোত্তম মাধ্যম হল Skrill (Moneybookers)

বাংলাদেশীদের জন্য ইন্টারনেটে অর্জিত ডলার, ইউরো, ইয়েন ছাড়াও আরও অন্যান্য বৈদেশিক মুদ্রা কম খরচে দ্রুত বাংলাদেশে নিয়ে আসার সর্বোত্তম মাধ্যম হল মানিবুকার্সের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট। ফ্রীলান্সিং, মাইক্রো-ফ্রীলান্সিং, ফরেক্স এক কথায় যারা ইন্টারনেটে বিভিন্ন আউট সোর্সিং-এর কাজের সাথে জড়িত তাদের ক্ষেত্রে Skrill (Moneybookers) এর ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা অত্তান্ত গুরুত্বপূর্ণ। Skrill (Moneybookers)-এ অ্যাকাউন্ট থাকলে খুব সহজে অনলাইনে শপিং-ও করা যায়।


মানিবুকার্স থেকে পাঠানো টাকা বাংলাদেশের যেকোন ব্যাংক থেকে ১-৭ দিনের মধ্যে হাতে পাওয়া যায়। ডাচ-বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হলে ৬ দিন পর টাকা পাওয়া যায়, কিন্তু ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হলে ১ দিনের মধ্যে টাকা পাওয়া যায়।

যেহেতু টাকা-পয়সার ব্যাপার, সেহেতু মানিবুকার্সে সঠিকভাবে সঠিক তথ্যাদি দিয়ে একটু সতর্কতার সাথে অ্যাকাউন্ট খুলতে হবে। নিজের নাম, জন্মদিন, ঠিকানা, কি ধরনের কারেন্সি লেনদেন হবে তা সঠিকভাবে উল্লেখ করতে হবে। সঠিকভাবে অ্যাকাউন্ট খোলা হলে সেটাকে ভেরিফাই করার ব্যবস্থা করতে হবে।

নিম্নে মানিবুকার্সে সঠিকভাবে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হলঃ


ধাপ-১:  মানিবুকার্সে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে এখানে ক্লিক করুন

ধাপ-২: ওয়েবসাইটটি খুললে তার উপরে ডান দিকের Sing Up লিখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩: Country of residence-এ আপনার দেশ (Country) নির্বাচন করুন এবং Preferred language-এ English নির্বাচন করুন। এখন এই মানিবুকার্স অ্যাকাউন্টটি নিজের ব্যবহারের জন্য হলে "Personal account" এর Sing Up-এ ক্লিক করুন। যদি এই মানিবুকার্স অ্যাকাউন্টটি ব্যবসার জন্য ব্যবহার করতে চান তাহলে "Business account" এর Sing Up-এ ক্লিক করুন।

ধাপ-৪: এবার Personal Information এর যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে "Accept and create account" লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৫: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই করে দিলেই মানিবুকার্স অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে।





প্রয়োজনীয় লিংকঃ
জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন
ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন
মানিবুকার্সে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করতে চাইলে এখানে ক্লিক করুন
পায়যা (এল্যার্ট-পে) -তে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন
মাইক্রো-ফ্রিল্যান্সিং সাইটে (Microworkers) আয় করতে এখানে ক্লিক করুন
ওডেস্কে সফলতার কার্যকারী টিপস জানতে চাইলে এখানে ক্লিক করুন
ওডেস্কে সঠিক উপায়ে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এবং ওডেস্কে কি কি ধরনের কাজ পাওয়া যায় তা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
oDesk-এর Readiness Test এ A+ (প্রশ্ন + উত্তর) পেতে এখানে ক্লিক করুন




যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।

*** ধন্যবাদ ***


7 Comments

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

  1. That is an awesome tips. Thanks a lot.

    ReplyDelete
  2. ধন্যবাদ খুব কাজের একটা পোষ্ট।

    ReplyDelete
  3. Nice content and i hope all Bangladeshi people will able to earn from first day by reading your post. Thanks for sharing

    ReplyDelete
  4. I have read a few excellent stuff here. Certainly value bookmarking
    for revisiting. I surprise how much attempt you set to
    create such a magnificent informative website.

    Here is my webpage: Bee Hive Fullerton

    ReplyDelete
  5. I have been browsing online more than 2 hours today, yet I never found any interesting article like yours.

    It's pretty worth enough for me. In my opinion, if
    all site owners and bloggers made good content as you did,
    the web will be much more useful than ever
    before.

    Also visit my homepage; pod coffee machines australia

    ReplyDelete

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258