Microsoft PowerPoint- Full Bangla Tutorial Book Download

আসসালামুয়ালাইকুমআশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Microsoft PowerPoint-2010 টিউটোরিয়ালের বাংলা বই
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল এর জন্য অনেকে বলেছিলেন তাই নিজেই লিখে ফেললাম, আশা করি আমার মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের মোট এই টিউটোরিয়ালটিও আপনাদের ভালো লাগবে।

শুরুতেই একটা কথা বলে রাখি আপনি এই বইটি পড়লে আপনাকে আর টাকা দিয়ে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট শিখতে হবে না

পাওয়ারপয়েন্ট মূলত ব্যবহার করা হয় প্রেজেন্টেশান এর কাজে। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন অফিসে, সেমিনারে বা ক্লাসে ডিজিটাল সিস্টেম হয়েছে অর্থাৎ সেখানে আর লিখে তেমন কিছু
বোঝানো হয় না, এখন প্রোজেক্টর ব্যবহার করে বিভিন্ন বিষয় পাওয়ারপয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশান করানো হয়। বর্তমানে আমাদের দেশীয় চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলোতে চাকুরী নিতে হলে মাইক্রোসফট অফিসের কাজটা জানাই লাগে। সে লক্ষ্যেই যারা একবারেই নতুন পড়ালেখা শেষ করে চাকুরী নিতে যাব তাদের খানিকটা সহযোগিতার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট নিয়ে ই-বুক করার ইচ্ছায় আমার লিখতে বসা এবং আল্লাহ্‌র রহমতে

  Microsoft Word Full Bangla Tutorial এবং 
Microsift Excel Full Bangla Tutorial

আপনাদের উপহার দিতে পেরেছি আশা করি আপনি পাওয়ারপয়েন্টের গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছেন, পাওয়ারপয়েন্ট কিন্তু কোন অংশে ওয়ার্ড বা এক্সেলের চেয়ে কম না।
আর বেশি কথা না বলে বইটিতে আপনারা যেই সব গুরুত্বপূর্ণ বিষয় গুলো পাবেন তা নিচে বলে দিচ্ছি এবং বইটিতে প্রতিটা বিষয়ের সচিত্র বর্ণনা দেওয়া আছে (বইটিতে এর বাইরে আরও অনেক Topics নিয়ে আলোচনা করা হয়েছে, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে) 


কোন ই-বুক ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে যাবেন।


PowerPoint-Bangla-Tutorial-Book




  1. Microsoft PowerPoint এর বেসিক ধারনা
  2. Microsoft PowerPoint important shortcut Key
  3. ব্যাকস্টেজ পরিচিতি এবং ব্যাকস্টেজ সমগ্র
  4. ইন্টারফেস পরিচিতি ও কাস্টমাইজেশান
  5. স্লাইড তৈরি করা ও সংশোধন করা
  6. পাওয়ারপয়েন্টের স্লাইড ও কন্টেন্ট এডিট করুন আউটলাইন প্যানেল থেকে
  7. Presentation/স্লাইড Run করানো
  8. স্লাইডসমুহকে সেকশানে সাজানো, স্লাইডে ইমেজ যুক্তকরন, প্রেজেন্টেশান রান করানো
  9. পাওয়ারপয়েন্ট ২০১০ স্লাইডে ইমেজ/ক্লিপআর্ট যুক্ত করা
  10. স্লাইড মাষ্টার, স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও গ্রাফিক্স যুক্ত করা
  11. Slide Master এর মাধ্যমে সকল স্লাইড এর Title এর design পরিবর্তন করা
  12. স্লাইড সাজাতে শেপের ব্যবহার
  13. পাওয়ারপয়েন্টে Theme নিয়ে কাজ করা (Theme Change করা, Theme এর color change করা, Font change করা,Custom Theme save করা)
  14. স্লাইডে Table, Smart Art & Chart যুক্ত করা
  15. Slide এর টেক্সটকে customize করা
  16. Slide Transition Apply করা
  17. স্লাইডে Audio & Video Add করা
  18. স্লাইডে Speaker Note Add করা
  19. একটি PowerPoint Presentation file কে কিভাবে বিভিন্ন ফরম্যাটে Save করবেন

⭕Microsoft Power Point⭕
File Size: 19 Mb
Category: FULL Bangla Tutorial 




এতক্ষণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোস্টটি আপনাদের ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে কার্পণ্য করবেন না কিন্তু... আপনাদের কমেন্টই আমার জন্য একটা অনুপ্রেরণা। 


আপনাদের আমার ব্লগ সম্পর্কে কোন পরামর্শ অথবা আপনাদের কি ধরনের পোস্ট চাই তা এখানেকমেন্ট করে বলতে পারেন অথবা আমার ফেসবুক অ্যাকাউন্ট এ বলতে পারেন।

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258