আইপি অ্যাড্রেস কি? (বিস্তারিত)

আইপি অ্যাড্রেস একটা গুরুত্তপূর্ণ জিনিস যারা হ্যাকার তারা তাদের নিজেদের IP লুকিয়ে রাখে। এই IP লুকিয়ে না রাখলে সে ধরা খাবে।


আইপি অ্যাড্রেস (IP Address) হল Internet Protocol Address এটি কিছু সংখ্যা দ্বারা তৈরি হয় এবং যেসকল ডিভাইস Online এ যুক্ত তার প্রতিটির একটা IP আছে যা একটা আরেকটির সাথে মেলে না। 
প্রতিটি IP Adress ইউনিক হয়। এবং আইপি অ্যাড্রেস দিয়েই এক Server আরেক Server এ ডাটা Transfar করে। আপনার পিসিকে আপনার ইন্টারনেট সার্ভিসদাতা প্রতিষ্ঠান আইপি দিয়েই সনাক্ত করে।

IP Adress এর প্রধান ২ টি কাজ

  •  Host বা Network Interface খুঁজে বের করে, যাতে আপনি অন্য সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন।
  • Network ব্যাবহারকারির অবস্থান চিহ্নিত করা প্রতিটি IP Adress একটা নির্দিষ্ট এলাকা বোঝায় এলাকা ভেদে IP ভিন্ন হয় IP Adress মূলত বাইনারি (Binary) সংখ্যা কিন্তু এটাকে আমরা কিছু সংখ্যা বা অক্ষরে দেখতে পাই
IP Adress দেখতে এমন হয়ঃ 202.34.12.43 (Just for Example)

আপনার আইপি(IP) দেখতে চাইলে https://google.com এ গিয়ে IP Adress লিখে Enter চাপুন। আপনার আইপি(IP) উপরে বড় করে লেখা দেখবেন

অথবা

https://www.whatismyipadress.com লিখে Enter চাপুন। 
তাহলে আপনার IP আপনার অবস্থান দেখতে পারবেন।
ইন্টারেনের দ্বারা কোন অপকর্ম হলে এই আইপি দ্বারাই নির্দিষ্ট ব্যাক্তি কে খুজে পাওয়া যায়। পুলিশ/নানা রকম গোয়েন্দা সংস্থা এই আইপি দ্বারাই তারা তাদের কাজ হাসিল করে।

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258