সত্যজিৎ রায়ের বইয়ের মেগা কালেকশন ডাউনলোড করে নিন


Satyajit_Ray_books_download_free

আসসালামুয়ালায়কুম। বন্ধে বন্ধে কেমন যেন হয়ে যাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। এই মাসে নিয়মিত পোস্ট করছি, আপনাদের কমেন্ট/শেয়ার/লাইক পেলে আগামীতেও নিয়মিত পোস্ট করতে চেষ্টা করবো। আজকে সত্যজিৎ রায়ের বই নিয়ে পোস্ট করলাম। আমরা যারা মোটামুটি বই পড়ি বা সিনেমা দেখি তাঁরা জানি সত্যজিৎ রায় কে। অনেকে সত্যজিৎ রায়ের বই ভালোবাসে বিশেষ করে ফেলুদা চরিত্রটিকে। আমিও ফেলুদা খুব ভালোবাসি। নিচে সত্যজিৎ রায়ের বইগুলো দেওয়া হল আপনার পছন্দের বইটি চটজলদি ডাউনলোড করে নিন।

সত্যজিৎ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্রের স্রষ্টা। একটি হল প্রাতিজনিক গোয়েন্দা ফেলুদা, অন্যটি বিজ্ঞানীপ্রফেসর শঙ্কু

এছাড়া তিনি প্রচুর ছোটগল্প লিখেছেন যেগুলো বারটির সংকলনে প্রকাশ পেত এবং সংকলনগুলোর শিরোনামে বার শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হত (যেমন ‘‘একেরপিঠে দুই, এক ডজন গপ্পো, ইত্যাদি)। ধাঁধা ও শব্দ-কৌতুক (pun)-এর প্রতিতাঁর আগ্রহ এ গল্পগুলোতে প্রকাশ পায়। অনেক সময় ফেলুদাকে ধাঁধাঁর সমাধান বের করে কোন কেসের রহস্য উন্মোচন করতে হত।

ফেলুদার বিভিন্ন গল্পে তাঁর সঙ্গী উপন্যাস-লেখক জটায়ু (লালমোহন গাঙ্গুলি), আর তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে হচ্ছে গল্পের বর্ণনাকারী, যার ভূমিকা অনেকটা শার্লক হোমসের পার্শ্বচরিত্র ডক্টর ওয়াটসনের মত। প্রফেসর শঙ্কুর বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো ডায়েরী আকারে লেখা, যে ডায়েরী বিজ্ঞানীটির রহস্যময় অন্তর্ধানের পর খুঁজে পাওয়া যায়। সত্যজিতের ছোটগল্পগুলোতে অনিশ্চিত উৎকণ্ঠা, ভয় ও অন্যান্য বিষয়ে সত্যজিতের আগ্রহের ছাপ পড়ে, যে ব্যাপারগুলো তিনি চলচ্চিত্রে এড়িয়ে চলতেন।[Source-Wikipedia]
 পোস্টটি ভালো লাগলে কমেন্ট/শেয়ার/লাইক করতে ভুলবেন না যেন!!!


ফেলুদা Collection

=============================================

ফেলুদা সমগ্র-১

ফেলুদা সমগ্র-২

ফেলুদা সমগ্র-৩

ফেলুদা সমগ্র-৪

ফেলুদা সমগ্র-৫

ফেলুদা সমগ্র-৬


================================================

                     সত্যজিৎ রায়

================================================

০১। অপুর পাঁচালী

০২। অনাথবাবুর ভয় (ছোট গল্প)

০৩। অংক স্যার, গোলাপী বাবু ও টিপু(ছোট গল্প)

০৪। অনুকুল (ছোট গল্প)

০৫। বাতিক বাবু (ছোট গল্প) 

০৬। ফেলুদার গোয়েন্দাগিরি

০৭। ফটিকচাঁদ (বড় গল্প)

০৮। রয়েল বেঙ্গল রহস্য

০৯। গোরস্তানে সাবধান

১০। ছিন্নমস্তার অভিশাপ

১১। ডক্টর মুনশির ডায়েরি

১২। একেই বলে শুটিং!

৩৭। একশৃঙ্গ অভিযান (শঙ্কু)

১৪। ঘুরঘুটিয়ার ঘটনা

১৫। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা

১৬। লন্ডনে ফেলুদা 

১৭। সাক্ষাতকারঃ গুপী গাইন ও বাঘা বাইন এবং অন্যান্য 

১৮। প্রফেসর শঙ্কুর ডায়েরি

১৯ রবার্টসনের রুবি

২০। সোনার কেল্লা

২১। যখন ছোট ছিলাম

২২। বারীন ভৌমিকের ব্যারাম (ছোট গল্প)

২৩। ভূতো

২৪। গগন চৌধুরির স্টুডিও (ছোট গল্প) 

২৫। গোলকধাম রহস্য

২৬। গনেশ মুতসুদ্দির পোট্ট্রেট

২৭। জয় বাবা ফেলুনাথ

২৮। কানাইয়ের কথা (ছোট গল্প)

২৯। পটল বাবু ফিল্মস্টার (ছোট গল্প)

৩০। পুনশ্চ প্রফেসর শঙ্কু

৩১। সাধন বাবুর সন্দেহ (ছোট গল্প)

৩২। শেঠ গঙ্গারামের ধনদৌলত (ছোট গল্প)

৩৩। শঙ্কুর কান্ডকারখানা

৩৪। ভক্ত (ছোট গল্প)

৩৫। তারিনিখুরোর কীর্তিকলাপ

৩৬। বিষয় চলচ্চিত্র

৩৭। গল্প ১০১

৩৮। সেরা সত্যজিৎ- Download

৩৯। এখন সত্যজিৎ
**Download Link: http://www.mediafire.com/?ne86k30xao7jsc2


আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু!!! আজকের মত বিদায় নিলাম।

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258