নামাজের সময় Auto Silence হবে ফোন

জামাতে হোক কিংবা একাই নামাজ পড়ার সময় হঠাৎ সেলফোন বেজে উঠলে সেটির শব্দ বিকটই মনে হয়। এতে যেমন নামাজে বিঘ্ন ঘটে, তেমনি লজ্জা পেতে হয়। একই সঙ্গে অন্যরাও বিরক্ত হয়। যারা নামাজের সময় ফোন সাইলেন্ট বা বন্ধ করতে ভুলে যান তাদের জন্য সহজ সমাধানও রয়েছে।
অ্যাপ্লিকেশনের এ যুগে এটা এখন কোনো ব্যাপার না।
এটি অ্যাপ ডাউনলোড করা থাকলে নামাজের সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে। এমনই দারুণ একটি আপপ্লিকেশন হলো ‘অটো সাইলেন্ট প্রেয়ার টাইম’। রমজানে এটি কাজে দেবে বেশ।



এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলোঃ

১. অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে জরুরি সময়ে।
২. চাইলে এক ক্লিকে সাইলেন্ট থেকে আগের মুডে ফিরে যেতে পারবেন ব্যবহারকারীরা।
৩. অ্যাপটিতে নামাজের সময়সূচী দেওয়া আছে।
৪. এটি সাইকেল চালানো ও দৌড়ানোর হিসাবও জানাবে। অ্যাপ ব্যবহারকারীরা এ হিসাব পরিবর্তন করে সংরক্ষণও করতে পারবেন।
৫. ফোনটি সাইলেন্ট থাকার সময়ে গুরুত্বপূর্ন কোনো কল আসলে সেগুলো অ্যাপটি জানিয়ে দিবে।
৬. অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা চাইলে সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফলে নির্দিষ্টসময় পরে এটি সাইলেন্ট হয়ে যাবে।
৭. এটি অফলাইনে কাজ করবে। ফলে একবার ডাউনলোড করার পর আর ইন্টারনেটের প্রয়োজন হবে না।

চমৎকার এ অ্যাপ্লিকেশন বিনামূল্যে এঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহারকরা যাবে।
অ্যাপটি নামঃ Auto Silence at Prayer’sTime.
এপসটি পেতে Playstore এ Auto Silence at Prayer’s Time লেখে সার্চ দিন।
অথবা নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন তাহলে ডাইরেক্ট প্লে-ষ্টোর এ চলে যাবে।
Download
Mobogenie
Apkcow




More:

Recent Update: Battery saving feature have been included. There might be up to a minute delay in silencing and setting back to normal mode. 

Automatically Silences phones at prayer time in mosques and automatically Unsilences them after prayers


Prayer Time Silencer and Un-silencer is a user friendly app used to change the ringer mode of android phones automatically. It was a must needed application for every Muslim. This app is specially developed keeping the following two scenarios in view: 

First one is when the android phone users forget to turn off or silent their phones while in the Mosque for Salaat (Namaz) and the phone start ringing which causes disturbance in the Salaat (Namaz). Also it is very embarrassing for the users. 

Second scenario is when user comes out of the Mosque (Masjid) and again forget to switch-ON or un-silent the phone and misses out important calls or messages. By having this app on your android phone you will get rid of this tension. Users only have to set the time only once to silent and un-silent the mobile and get a sigh of relief. This app will automatically turn the mobile to silent mode at Prayer (Salaat) time and un-silent it when out of the Mosque (Masjid). 

How to Use:
The app comes with an extremely friendly User Interface that is really easy to use. Set the "From" time field to silent and "To" time field to un-silent the device for each prayer and enable the functionality by ticking the checkbox which will be disabled by default. The device will automatically switch the mode from Ringer mode to Silent mode and Vice Versa at the specified times.

The main features of this app are as follows:

1. Auto Silences the Android device.
2. Switches back to Ringer Mode Automatically.
3. Ability to Enable and Disable the Silencer.
4. Saves embarrassment while in the Mosque (Masjid).
5. Helps avoid missing important calls.
                                   
                                                                      Download
Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258