কম্পিউটার চালু করুন কী বোর্ডের সাহায্যে

 এই ট্রিক্স টা যাদের দরকারঃ
১) যাদের Power বাটন কাজ করে না। (যাকে বলা হয় ঠেলায় পইরা)
২) নতুন কিছু শিখার জন্য আগ্রহ যাদের।
৩) আর যাদের Motherboard গিগাবাইটের । (কেননা এই ট্রিক্সটা শুধু গিগাবাইটের জন্য প্রযোজ্য)


চলুন এখন সরাসরি কাজে চলে যাওয়া যাকঃ
১) কম্পিউটার চালু করার সময় Del বাটন Press করুন। (তাহলে Bios- এ প্রবেশ হবে)
২) এখন Power Management Setup (Select করে Enter চাপুন)
৩) “Power on my Keyboard” select করে Password দিয়ে Enter দিন। (আপনার মন মত যেকোন Password)
৪) এখন “F10” করে Exit দিন।


ব্যাস কাজ শেষ এখন শুধু Keyboard এর সেই Password গুলো চাপুন (Computer চালু হয়ে যাবে)
Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258