বর্তমান বিজ্ঞানের যুগে, প্রতিদিন কোটি-কোটি কন্টেন্ট তৈরি হচ্ছে। আর এই কন্টেন্ট তৈরির সাথে সাথে আন্য মানুষের কাছে পাঠানো দরকার হয়।( WeTransfer)
চাহিদার সাথে সাথে অনলাইনে “Large Files” Sent করার জন্য অনেক ধরনের Free Tools রয়েছে। কিন্তু খুব কম Tools রয়েছে যেইগুলো আপনাকে ফ্রিতে তাদের Complete সার্ভিস ব্যবহার করতে দিবে।
WeTransfer তাদের মধ্যে একটি সার্ভিস( Provide you complete and free service)
WeTransfar এর সুবিধাগুলোঃ
(১) WeTransfer Fully Free.
(২) খুব সিকিউর ভাবে File Transfer করা যায়।
(৩) File Upload করে Download URL শেয়ার করা যায়।
(৪) এবং Original quality ফাইল পাওয়া যায়।
(৫) যেকোন ফরমেটের ফাইল পাঠানো যায়।
চলুন দেখি WeTransfer কিভাবে কাজ করে?
১। সাধারনভাবেই আপনি (WeTransfer) এর মেইন সাইট এ যান। যাওয়ার পর আপনার স্কীন এর বাম পাশে একটি White small box দেখতে পারবেন।
২। যেই ফাইলটি পাঠাতে চান সেটি Choose করুন Add your Files এ ক্লিক করে।
৩। যার কাছে ফাইলটি পাঠাতে চান, তার Email লিখুন।(আপনি চাইলে ১০ টাও Mail address ও দিতে পারেন যদি সেটি ১০ জনের কাছে পাঠানো প্রয়োজন থাকে)
৪। তারপর আপনি আপনার নিজের Email Address দিবেন। Write a message এর জায়গাটা যদি প্রয়োজন না থাকে তবে খালি রাখলেও সমস্যা নেই(এইটা Optional)
৫। Transfer এ ক্লিক করুন আর ফাইলটি Sent করুন ব্যাস হয়ে গেল।
যাকে File টি পাঠালেন সে ফাইলটি কিভাবে Receive করবে?
আপনার ফাইলটি পাঠানোর সাথে সাথেই আপনার Receiver এর Mail এ একটি Mail আসবে। এই মেইল থেকে ফাইলটি সরাসরি WeTransfer Server থেকে Download করার জন্য Download বাটনে ক্লিক করলেই ফাইলটি পেয়ে যাবেন।
On mobile (Android/IOS)
১। App টি Play Store (Android) অথবা App Store (IOS) Download করে নিন।
তারপরের কাজ গুলি আপনি নিজেই বুঝতে পারবেন। কারন আমি জানি আপনি জিনিয়াস ।
তবে একটা কথা, আপনার Upload করা ফাইল এক-সপ্তাহ WeTransfar এর Server এ থাকবে। তারপর চিরদিনের জন্য ফাইলটি ডিলিট হয়ে যাবে( unless you use the Pro version)
Post a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।