মুক্তিযুদ্ধ কোষ (সকল খণ্ড) - মুনতাসীর মামুন সম্পাদিত গত
শতাব্দীতে বাঙালির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় এবং স্বাধীন
সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ।
ত্রিশলক্ষেরও বেশি বাঙালি
শহীদ হন আর ছয়লক্ষের মতো নারী হন ধর্ষিত। আহত অগুনিত।
মুক্তিযুদ্ধ অভিঘাত হেনেছিল প্রায়
প্রতিটি বাঙালি পরিবারে। একদিকে যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্রহাতে যুদ্ধ করেছেন,
তেমনি অবরুদ্ধ দেশে থেকেও প্রায় সব বাঙালি মুক্তি অর্জনে সহায়তা করেছেন। তাদের
সবার দুঃখ বেদনা, আত্মত্যাগ, বিজয়, আনন্দের গাথা এবং হানাদার পাকিস্তানি বাহিনী ও
তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস, শান্তিকমিটির অবর্ণনীয় অত্যাচার, গণহত্যার
বিবরণ ১২ খণ্ডের মুক্তিযুদ্ধ কোষ। ১২ খণ্ডে সমাপ্ত মুক্তিযুদ্ধ কোষ এর মোট পৃষ্ঠা
সংখ্যা প্রায় ৮০৩৪ এবং ভুক্তি সংখ্যা ২০,৩৯১টি। স্বাধীনতার চারদশক পর আমরা পেলাম
১২ খণ্ডে প্রায় পূর্ণাঙ্গ একটি মুক্তিযুদ্ধ কোষ।
=========================================
মুক্তিযুদ্ধ
কোষ (সকল খণ্ড) - মুনতাসীর মামুন সম্পাদিত
Mediafire Shared folder for download:
1. https://www.mediafire.com/folder/373copiqt4lt9
2. https://www.mediafire.com/folder/373copiqt4lt9/মুক্তিযুদ্ধ_কোষ_(সকল_খণ্ড)_-_মুনতাসীর_মামুন_সম্পাদিত
folder(হাল্কা গ্রীন কালার) করা একটি আইকন পাবেন। ঐটাতে ক্লিক করলে একসাথে সবগুল
ফাইল যিপ আকারে নামাতে পারবেন।
Post a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।