![]() |
Trun PC faster By using CMD |
Windows-XP ব্যাবহারকারীদের জন্যঃ
১) Start menu থেকে Run এ গিয়ে msconfig লিখে প্রবেশ করুন।
২) Startup ট্যাব থেকে অপ্রয়োজনীয় Startup আইটেমের টিক চিহৃ তুলে দিন।
৩) যে প্রোগ্রামগুলোর প্রয়োজন নেই সেটার ডান দিকের টিক চিহৃ তুলে দিয়ে Ok এবং Apply করুন।
৪) Restart করতে বললে Exit Without Restart নির্বাচন করুন।
৫) এখন Notepad চালু করে del c:windows/prefetchntosboot *.* (*.* হচ্ছে এ-সংক্রান্ত সব ফাইল মুছে ফেলবে) কোডটা লিখে ফাইল থেকে Save As চেপে ntosboot.bat নামে ডেস্কটপে সংরক্ষণ করুন।
৬) এখন ডেক্সটপ থেকে ntosboot.bat ফাইলটিকে কপি করে c:/ ড্রাইভে পেস্ট করুন।
ব্যাস কাজ শেষ, এখন শুধু কম্পিউটার On/Off করে চেইক করুন কেমন রকেটের গতিতে কাজ হচ্ছে।
Windows7 & 8 ব্যাবহারকারীদের জন্যঃ
১) প্রথমে Run(windows key+ R=prss) এ গিয়ে gpedit.msc লিখে প্রবেশ করুন।
২) Computer Configuration থেকে Windows Settings-এ ক্লিক করুন।
৩) Scripts (Startup/Shutdown) এ আবার ক্লিক করে সেটি খুলুন।
৪) ডান পাশের Shutdown-এ ডাবল ক্লিক করে সেটি খুলে Add-এ ক্লিক করে Browse থেকে c:/ ড্রাইভে যেয়ে ntosboot.bat ফাইলটি দেখিয়ে দিয়ে OK চেপে Apply-এ ক্লিক করে আবার OK চেপে বের হয়ে আসুন।
৫) এখন Run-এ গিয়ে devmgmt.msc লিখে প্রবেশ করুন।
ব্যাস কাজ শেষ, এখন শুধু কম্পিউটার On/Off করে চেইক করুন কেমন রকেটের গতিতে কাজ হচ্ছে।
©2017, Copyright Imran Hasan
Post a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।